চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফলাফল তৈরির কাজ শেষ। বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে ফল।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে বুধবার এ তথ্য জানা গেছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহ্মদ বলেন, ‘৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আশা করছি, চলতি সপ্তাহে এ বিসিএসের ফল প্রকাশ হতে পারে। কোনো কারণে ফল প্রকাশ করা সম্ভব না হলে আগামী সপ্তাহে তা প্রকাশ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে ২ হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও ২ হাজার অর্থাৎ মোট ৪ হাজার চিকিৎসক নিয়োগর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ২৩ মে থেকে, কিন্তু ২৮ মে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ ভাইভা স্থগিত করা হয়।
পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল, কিন্তু ২২ জুন এ ভাইভা স্থগিত করা হয়। পরে গত মাসের ১০ তারিখ থেকে এ বিসিএসের ভাইভা শুরু হয়।
দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয় গত ২৬ ফেব্রুয়ারি।
পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।