দুই শিশুর জাপানি মা এরিকোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও সরাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
জাপানি মাকে নিয়ে মিথ্যা ভিডিও সরাতে গতকাল হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।
নির্দেশে বেশ কিছু বিষয় উল্লেখ করেছে উচ্চ আদালত।
১. ৯,১১,১৩ ও ১৫ সেপ্টেম্বর রাতে মা সন্তানদের সঙ্গে কাটাবেন। তখন বাবা থাকবেন না।
২. বাসার ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরা অপসারণ করতে হবে।
৩. মা-বাবা উভয়ই আলাদাভাবে সন্তানদের নিয়ে বাইরে ঘুরাফেরা করতে পারবেন।
৪. অনলাইন প্ল্যাটফর্মে এরিকোর বিরুদ্ধে অবমাননাকর ভিডিও অপসারণে বিটিআরসির চেয়ারম্যান ব্যবস্থা নেবেন।
৫. সিআইডিকে এ ধরনের ভিডিও আপলোডকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।