রাজধানীর ওয়ারী এলাকায় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ওয়ারী থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অজ্ঞাত পরিচয় দুই যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুবকদ্বয় একটি মোটরসাইকেলে করে সায়েদাবাদ থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খায়।
মিজানুর রহমান বলেন, ‘রাত ৩টার সময় আমরা খবর পাই হানিফ ফ্লাইওভারের ওপর রাজধানী সুপার মার্কেট বরাবর দুই যুবক পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই।’
তিনি জানান, রাত ৪টার দিকে ঢাকা মেডিক্যালের চিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। ওয়ারী থানার পুলিশ তাদের মেডিক্যালে আনেন। মরদেহ মেডিক্যালের মর্গে রাখা আছে।