বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিট বণ্টন করবে প্রশাসন, হলে ওঠা নিয়ে শঙ্কায় ছাত্রদল

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৩১

ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌক্তিক এবং শিক্ষার্থীবান্ধব যেকোনো সিদ্ধান্তকে ছাত্রদল সবসময় স্বাগত জানায়। তবে এ সিদ্ধান্তটি তারা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারবে কি না সেটি নিয়ে আমরা সন্দিহান।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসন সিট বণ্টন করবে এমন সিদ্ধান্তে আস্থা নেই বিএনপি সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদলের।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌক্তিক এবং শিক্ষার্থীবান্ধব যেকোনো সিদ্ধান্তকে ছাত্রদল সবসময় স্বাগত জানায়। তবে এ সিদ্ধান্তটি তারা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারবে কি না সেটি নিয়ে আমরা সন্দিহান।’

মঙ্গলবার নিউজবাংলার সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন রাকিব।

করোনাভাইরাস সংক্রমণের গতি কমে আসা ও শিক্ষক-শিক্ষার্থীদের টিকা নেয়া সাপেক্ষে আগামী অক্টোবরের শুরুতে আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়ে নতুন নীতিমালাও নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবাসিক হলগুলোতে কোনো গণরুম থাকবে না। একই সঙ্গে হলে অছাত্ররা অবস্থান করতে পারবেন না। এছাড়া প্রশাসনের উদ্যোগেই হলে সিট বণ্টন করা হবে বলেও জানানো হয়েছে।

সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণরুম সমস্যা সমাধানে প্রথম বর্ষ থেকেই ৩০ শতাংশ শিক্ষার্থীকে হলে সিট দেয়ার ঘোষণাও এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আবাসিক হল এবং বিজয় একাত্তর হল ছাড়া বাকি সব আবাসিক হলেই ছাত্রলীগ সিট বণ্টন নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ রয়েছে।

হল প্রশাসনই সিট বণ্টনের দায়িত্ব নিলে ছাত্রদলের নেতাকর্মীরা হলে উঠবে কি না জানতে চাইলে রাকিব বলেন, ‘হল যখন খুলবে তখনই নেতাকর্মীদের হলে উঠার নির্দেশনা দেব না। কারণ কিছুদিন আগেই ছাত্রলীগ আমাদের ওপর হামলা করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো ধরনের সুবিচার তো দূরে থাক, কোনো সহানুভূতিও আমরা পাইনি।’

তিনি বলেন, ‘হলগুলোতে গেলেই যে আমরা আমাদের বৈধ আসন পাব বা ছাত্রলীগের হামলা থেকে নিরাপদ থাকব, সেটি নিয়ে আমরা এখনও সন্দিহান। আমাদের ওপর যখন ছাত্রলীগের হামলা হয়, টিএসসি থেকে আমাদের শিক্ষার্থীদের গোয়েন্দা (ডিবি) পুলিশ তুলে নিয়ে যায়, তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকা আমাদের এ সন্দেহকে পাকাপোক্ত করে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় সংসদের পরামর্শে এ বিষয়ে সিদ্ধান্ত নিব।’

নিউজবাংলার সঙ্গে আলাপচারিতায় ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, বিএনপি সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ছাত্রলীগের কাউকে বিতাড়ন করা হয়নি।

তিনি বলেন, ‘বিএনপির সরকারের সময় একজন ছাত্রলীগ কর্মীও বলতে পারবে না তাদেরকে হল থেকে বিতাড়িত করে রাখা হয়েছে। সব হলেই ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাকর্মীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে অবস্থান করেছে।’

রাকিব বলেন, ‘আমার এ কথার প্রমাণ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ ভাই এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভাই । তারা সবসময় হলেই ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সে সময়ে হলে থাকার ছবিগুলো প্রচার করে স্মৃতি রোমন্থন করতেন।’

তিনি বলেন, ‘বর্তমানের বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোকে সত্যিকার অর্থেই রাজনীতিকরণ করে রেখেছে। অথচ বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনও হলগুলোকে রাজনীতিকরণ করেনি। ছাত্রলীগের নিয়ন্ত্রণ থেকে হলগুলোকে মুক্ত করে সকল শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন হলগুলোতে সহাবস্থান নিশ্চিত করে সেটিই আমাদের প্রত্যাশা।’

ছাত্রদল নেতার অনাস্থার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরদের প্রশাসন থেকে আলাদা ভাবে। আমরা সবাই মিলে একটা পরিবারের অংশ। সবাই চাইলে গণরুম নিয়ে এ রকম কোনো শঙ্কাই আর থাকবে না। প্রথম বর্ষের গণরুমের শিক্ষার্থীসহ ক্রিয়াশীল ছাত্রসংগঠনসমূহের এ ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন।’

এ বিভাগের আরো খবর