নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মোহাম্মদ হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা চাঁদপুর সদরের শিলন্দিয়া মুন্সিবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩১ বছর বয়সী হোসাইন চাঁদপুর সদরের তরপুরচণ্ডী এলাকার বাসিন্দা।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের সাইবার অপরাধ শাখার উপপরিদর্শক ছাদেক দেওয়ান তার বিরুদ্ধে মডেল থানা মামলা করেছেন।
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে তাকে ঢাকায় নেয়া হয়েছে।
ওসি রশিদ জানান, হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপ ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ প্রচার এবং অন্যদের সশস্ত্র জিহাদের প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করে আসছিলেন। তার কাছ থেকে একটি মোবাইল সেট, দুইটি সিম ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ঢাকায় নেয়া হয়েছে। তার সঙ্গে আরও কে জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।