বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর্ণফুলীতে জাহাজ থেকে পড়ে মৃত্যু

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪১

বিকেলে কর্ণফুলীর মোহনায় এফবি মাগফেরাত নামের একটি জাহাজ জোয়ারে হালকা কাত হয়ে গেলে ভয়ে হেড থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে জ্ঞান হারান আব্দুর রশীদ। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে জাহাজের ওপর থেকে পড়ে আব্দুর রশীদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে জোয়ারের সময় নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

৫১ বছর বয়সী আব্দুর রশীদ নগরীর ডবলমুরিংয়ের ছোটপুল ব্রিকফিল্ড এলাকার বাসিন্দা।

সদরঘাট নৌ থানার উপপরিদর্শক নিউটন চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেলে কর্ণফুলীর মোহনায় এফবি মাগফেরাত নামের একটি জাহাজ জোয়ারে হালকা কাত হয়ে গেলে ভয়ে হেড থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে জ্ঞান হারান আব্দুর রশীদ। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

চিকিৎসকদের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

রশীদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর