বিকেলে বাড়ির সামনে সেচপাম্প থেকে জমিতে পানি দিচ্ছিলেন লিয়াকত। এ সময় পাম্পটি বন্ধ হয়ে যায়। সেটি মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেচপাম্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকত আলীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের বন্দকবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লিয়াকত আলী দরবস্ত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বন্দকবাড়ি গ্রামের লোকমান হাকিমের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির সামনে সেচপাম্প থেকে জমিতে পানি দিচ্ছিলেন লিয়াকত। এ সময় পাম্পটি বন্ধ হয়ে যায়। সেটি মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দরবস্ত ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম জজ জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি চলছে।