সাভারের ধামরাইয়ে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার মোল্লার বাড়ি ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামে। তিনি সাভার অন্ধ সংস্থা মার্কেটে টেইলার্সের কাজ করতেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মোটরসাইকেলে করে ফরিদপুর গ্রামের বাড়ি থেকে সাভার আসছিলেন আতিয়ার। পথে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে মানিকগঞ্জগামী সেলফি পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’