নওগাঁর আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শিশুটির মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে মামলা নিয়ে ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শিশুটির মা জানান, সোমবার সন্ধ্যায় খেলা শেষে বাড়িতে ফেরার পর মেয়েকে অনেক দুর্বল মনে হচ্ছিল। পরে বাথরুম করতে গিয়ে প্রচণ্ড ব্যথ্য অনুভব করায় কান্নাকাটিও করে সে। পরে মেয়েকে জিজ্ঞেস করলে সে সবকিছু খুলে বলে।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকেলে বাড়ির পাশে শিশুটি তার অন্য শিশুদের সঙ্গে খেলছিল। তখন প্রতিবেশী ওই ব্যক্তি শিশুটিকে খাবার কেনার জন্য টাকার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন ওই ব্যক্তি।
বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে শিশুটির মা সোমবার সন্ধ্যায় আত্রাই থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
ওসি আরও জানান, রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।