বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বনবিড়াল হত্যা করায় ২ জনের নামে মামলা

  •    
  • ৬ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৪৫

গত ২ সেপ্টেম্বর রাতে বিপন্ন প্রজাতির একটি বনবিড়ালকে পিটিয়ে হত্যা করেন বড়চেগ গ্রামের মোস্তফা ও পিংকু মিয়া। পরদিন মৃত বিড়ালটির একটি ছবি নিজের ফেসবুকে আইডিতে দেন মোস্তফা।

মৌলভীবাজারের কমলগঞ্জে বনবিড়াল হত্যা করে উল্লাসের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম কমলগঞ্জ থানায় শনিবার রাতে মামলাটি করেন। সোমবার বিকেলে এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেন ওই বন কর্মকর্তা।

মামলার আসামিরা হলেন উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের মো. মোস্তফা ও পিংকু মিয়া।

এজাহারে বলা হয়, গত ২ সেপ্টেম্বর রাতে বিপন্ন প্রজাতির একটি বনবিড়ালকে পিটিয়ে হত্যা করেন বড়চেগ গ্রামের মোস্তফা ও পিংকু মিয়া। পরদিন মৃত বিড়ালটির একটি ছবি নিজের ফেসবুকে আইডিতে দেন মোস্তফা।

এটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় মামলাটি করা হয়।

আসামি মোস্তফা বলেন, ‘আমার মামাতো ভাইয়ের ফার্মে এসে মোরগ খেয়ে ফেলত বনবিড়াল। এর কারণেই আমার মামাতো ভাই পিংকু ওইটাকে হত্যা করছে। পরে আমি ফেসবুকে ছবি দিছি।’

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বন্যপ্রাণী হত্যা শাস্তিযোগ্য অপরাধ। এরা কারও ক্ষতি করলে আমরা তার ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করি। বনবিড়ালটিকে হত্যা করে তারা অপরাধ করেছেন।’

এ বিভাগের আরো খবর