ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ‘নগদ’-এর ডিজিটাল লেনদেনের জন্য ‘ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট’ খুলতে পারবে না। ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ বিষয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বিভিন্ন ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ডাক বিভাগের ‘নগদ’ এতদিন পরিচালনা করত থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড। এখন থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড নাম পরিবর্তন করে ‘নগদ লিমিটেড’ করা হয়েছে।
এ জন্য নগদ লিমিটেডের নামে ব্যাংকে ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব খোলার আগে ডাক বিভাগের অনুমোদন নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক হিসাব খুলতে বাংলাদেশ ব্যাংকেরও পূর্ব অনুমোদন নিতে বলা হয়েছে। সেবা চালু রাখতে নগদকে এ হিসাব খুলতেই হবে।
আগে থার্ড ওয়েভের নামে এ হিসাব খোলা হতো।
নগদ-এর হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, `কোম্পানির নাম পরিবর্তন এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট খোলা একটি চলমান প্রক্রিয়া। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার বিধি মেনেই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে।‘
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান প্রতিদিন যে পরিমাণ ডিজিটাল লেনদেন করে তার সমপরিমাণ অর্থ ব্যাংক হিসাবে জমা রাখতে হয়। গ্রাহকের আর্থিক নিরাপত্তার জন্য এ অর্থ রাখতে হয়। যে হিসাবে এ অর্থ লেনদেন হয়, ওই হিসাবকে ‘ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট’ বলা হয়।
বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্যাংক হিসাব পরিচালনায় থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড নাম পরিবর্তন করে ‘নগদ লিমিটেড’ করা হয়েছে।
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ই-মানি কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ‘নগদ লিমিটেড’ নামে প্রতিষ্ঠানের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট না খোলার জন্য নির্দেশনা দেয়া হলো। এর ফলে ডাক বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকে হিসাব খুলতে পারবে না ‘নগদ’।