রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। তবে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে এসব মৃত্যু হয়। এই সময়ে করোনা আক্রান্ত বা করোনা পরবর্তী জটিলতা নিয়ে কেউ মারা যাননি।
এক দিন আগে রোববার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যান ৬ জন। উপসর্গ নিয়ে ৩ জন। আর করোনাপরবর্তী জটিলতায় মৃত্যু হয় ১ জনের।
এ নিয়ে গত ৬ দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪৭ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৭ জন, উপসর্গ নিয়ে ২৫ জন এবং করোনাপরবর্তী জটিলতা নিয়ে মারা যান ৫ জন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৬ জন, নাটোরের ১ জন এবং নওগাঁর ৩ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ জন। সোমবার সকালে করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৩৩। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫১ জন, উপসর্গ নিয়ে ৬০ এবং করোনাপরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন আছেন ২২ জন।