২০২১-২২ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জন্য ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে, যা গত অর্থবছর থেকে প্রায় ৯ কোটি টাকা কম।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় সোমবার এ বাজেট পাস হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী নাসির উদ্দীন।
নিউজবাংলাকে তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরের জন্য ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার মূল (রাজস্ব) বাজেট পাস করা হয়েছে। বিস্তারিত জনসংযোগ দপ্তর থেকে জানানো হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থ বছরে ১৫৭ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব বাজেট পাস করা হয়। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ ছিল ১২০ কোটি ১৫ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিল ১৮ কোটি টাকা। বাজেটে ঘাটতি ছিল ২২ কোটি ৬৫ লাখ টাকা। ঘাটতি অর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সম্পূরক বাজেট প্রস্তাবে চাওয়া হয়।
২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল ১২৫ কোটি ২৮ লাখ টাকা।