ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ করোনাভাইরাস মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ চলছে জোরেশোরে।
করোনা মোকাবিলায় শিক্ষার্থীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এরই মধ্যে অনলাইন ক্লাসে মহড়া হয়েছে বলে জানিয়েছেন বেশ কয়েকটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।
তবে, দীর্ঘদিন পর প্রতিষ্ঠানে পাঠদানের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান শিক্ষিকরা।
সরেজমিনে নগরীর মুকুল নিকেতন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এরই মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বিদ্যালয়ের সব বেঞ্চসহ ভেতরের জায়গা। বিদ্যালয়ের প্রতিটি তলায় বেসিন বসানো হয়েছে।
এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সামছুল আলম জানান, ‘শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপার জন্য এরই মধ্যে যন্ত্র কিনেছি। বেসিনগুলোতে পর্যাপ্ত সাবান ও স্যানিটাইজার রাখব। স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করতে আমরা প্রস্তুতি নিচ্ছি।’
এ ছাড়া প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, রয়েল মিডিয়া রেসিডেন্সিয়াল কলেজ ও আনন্দ মোহন কলেজে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
শহরের বাইরে অবস্থিত ময়মনসিংহ জুট মিলস আদর্শ বিদ্যাপীঠে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে বড় বড় আগাছা জন্মেছে। এগুলো এখনো পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়নি। বিদ্যালয়ের দরজাগুলা বন্ধ। পরিষ্কার করা হয়নি বেঞ্চগুলো।
এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, আগামীকাল থেকেই পুরোদমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে পাঠদান চলবে।
প্রশাসনিক সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘ দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা শিক্ষা বিভাগের তথ্য মতে, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২ হাজার ১৪০টি, মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি স্কুল আছে ৬১৮টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ ৭৭টি ও ৩৮৮টি মাদ্রাসা আছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক আবু নুর মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী নিউজবাংলাকে বলেন, পাঠদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সব প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। মাস্ক বাধ্যতামূলক পরে আসতে হবে।