ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পারাপারের সময় প্রাইভেট কারের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
তিনি বলেন, ‘আনুমানিক ৪৫ বছর বয়সী লোকটি হাত উঁচিয়ে সিগন্যাল দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। বেশ কয়েকটি যানবাহন তার পাশ দিয়ে চলে গেলেও দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। স্থানীয় লোকজন নিহতের পরিচয় শনাক্ত করতে পারেননি। আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ছাড়া বাজারে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িসহ চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।