ঝালকাঠির নলছিটিতে সাপ কামড় দেয়ায় তিন ঘণ্টা ধরে ওঝার বাড়িতে রেখে হাসপাতালে নেয়ার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নলছিটি পৌর এলাকার আখড়পাড়ায় রোববার রাতে এ ঘটনা ঘটে।
মৃত ব্যাক্তির নাম আলম হাওলাদার। এলাকায় মুদি দোকানি ছিলেন তিনি।
পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম পলাশ বিষয়টি নিউজবাংলাকে জানিয়েছেন।
তিনি জানান, রাতে দোকান বন্ধ করে একটি মাছের ঘেরের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় রাতে আলম হাওলাদারকে সাপ কামড়ে দেয়। তার চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে কুলকাঠি ইউনিয়নের সড়ই গ্রামের ওঝা নিতাই সাধুর বাড়িতে নিয়ে যায়। তার স্বজনরাও সেখানে যায়।
আলমের মামা সাইদুল ইসলাম ও কাউন্সিলর পলাশ নিউজবাংলাকে জানান, তিন ঘণ্টা ধরে নিতাই ওঝা ঝাঁড়ফুক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। ধীরে ধীরে নিস্তেজ হতে থাকেন আলম। অচেতন হয়ে পড়লে রাত ২ টার দিকে আলমকে নেয়া হয় বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ওঝা নিতাই সাধু নিউজবাংলাকে বলেন, বিষধর সাপ আলমকে কামড় দিয়েছে।
তিনি দাবি করেন, আলমের বয়স বেশি হওয়ায় সে ধকল তিনি নিতে পারেননি। এ কারণে বাঁচানো যায়নি।