সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাক উল্টে পথচারী নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এএসআই) আসাদ আলী নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি ট্রাক মুলিবাড়ী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। পরে ট্রাকটি উল্টে গিয়ে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এএসআই আসাদ আলী আরও জানান, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে সয়দাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।