বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজের পরদিন পুকুরে মিলল শিশুর মরদেহ

  •    
  • ৫ সেপ্টেম্বর, ২০২১ ২৩:০৮

ভালুকা মডেল থানার এসআই মাহবুবুর জানান, শনিবার দুপুর ২টার দিকে কাওসার তার বন্ধুদের সঙ্গে গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সবাই পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও কাওসার নিখোঁজ থাকে। রোববার বিকেলে কাওসারের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।

ময়মনসিংহের ভালুকায় পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জীবনতলা গ্রামের একটি পুকুর থেকে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার হয়।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান।

মৃত শিশুর নাম কাওসার মিয়া। ১২ বছরের কাওসার জীবনতলা গ্রামের ফজলুল হকের ছেলে। সে স্থানীয় সমলা তাহের উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে এসআই মাহবুবুর জানান, শনিবার দুপুর ২টার দিকে কাওসার তার বন্ধুদের সঙ্গে গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সবাই পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও কাওসার নিখোঁজ থাকে।

পরিবারের লোকজন রাত ১০টা পর্যন্ত ওই পুকুরে খোঁজাখুঁজি করেও কাওসারের সন্ধান পাননি।

তিনি আরও জানান, রোববার বিকেলে কাওসারের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে কাওসারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর