সিসিটিভি ক্যামেরা লাগিয়ে প্রশাসনিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ওপর নজরদারি করতে গিয়ে ধরা পড়েছে ৪৯৭ জন দালাল।
সারা দেশের বিভিন্ন জেলার পাসপোর্ট অফিস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে রোববার তাদের আটক করেছে র্যাব ও ভ্রাম্যমাণ আদালত।
আটকের পর ২৪৮ জনকে অর্থদণ্ড ও ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রোববার দুপুরে জানান, চট্টগ্রামের পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা লাগিয়ে দালালরা প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের মনিটর করছে বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সারা দেশে বিআরটিএ, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতালগুলোতে একযোগে অভিযান শুরু করে র্যাব।
তিনি বলেন, ‘সকাল থেকে সারা দেশে অভিযান শুরু হয়। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযানে নামে।
‘পাসপোর্ট অফিস, বিআরটিএ কার্যালয় ও সরকারি হাসপাতালসহ যেখানেই দালালদের দৌরাত্ম্য, সেখানেই অভিযান পরিচালনা করছে র্যাব। অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।’
ঢাকা
দালালির অভিযোগে ঢাকা থেকে ৯৬ জন্য দালালকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
তাদের মধ্যে ১৫ জনকে আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকা থেকে ও ১৫ জনকে কেরানীগঞ্জের পাসপোর্ট অফিস এলাকা থেকে আটক করে র্যাব-২ ও ১০।
কেরানীগঞ্জের বিআরটিএ অফিস থেকে র্যাব-১০ আটক করেছে ৩৬ জনকে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে দালাল সন্দেহে ৩০ জনকে আটক করেছে র্যাব-৩-এর একটি দল।
র্যাবের কর্মকর্তারা নিউজবাংলাকে আটকের বিষয়টি জানায়।
চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর বালুচরা এলাকার বিআরটিএ অফিসে রোববার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার নিউজবাংলাকে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিআরটিএর এই কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের ৩০ সদস্যকে আটক করা হয়েছে।
‘তাদের কাছে লাইসেন্স সম্পর্কিত কিছু কাগজপত্র ও টাকা পাওয়া গেছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
বরিশাল
বরিশাল নগরীর বিভাগীয় পাসপোর্ট অফিস, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ জনকে দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীরের নেতৃত্বে রোববার সকাল থেকে অভিযান চালানো হয়।
র্যাব-৮-এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানান, দালাল প্রতিরোধে অভিযান চালিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঁচজনকে আটক করে একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
জেনারেল হাসপাতাল থেকে আটক পাঁচজনের মধ্যে একজনকে একমাসের কারাদণ্ড, একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও বাকিরা ছাত্র হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
পাসপোর্ট অফিস থেকে যে সাতজনকে আটক করা হয়েছে তাদের একজনের নামে মামলা হয়েছে। বাকিদের একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর বলেন, ‘জেলা প্রশাসনের মাসিক সভায় দালাল নির্মূলে নাগরিক কমিটির নেতারা দাবি তোলেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি।’
ময়মনসিংহ
ময়মনসিংহে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দালালির অভিযোগে ১৪ জনকে আটক করেছে র্যাব।
রোববার বেলা ১১টার দিকে এক ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-১৪-এর ময়মনসিংহ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদ নিউজবাংলাকে বলেন, ‘আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ পাইয়ে দেয়ার কথা বলে গাড়িচালক ও মালিকদের কাছ থেকে টাকা নিতেন। এ সম্পর্কে আমরা তথ্য পাওয়ার পর তাদের আটক করতে অভিযান চালাই।’
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মনের নেতৃত্বে চালানো অভিযানে আটক ১৪ জনের মধ্যে ১১ জনকে ১১ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। বাকিরা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন থেকে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়।
ময়মনসিংহ বিআরটিএর মোটরযান পরিদর্শকের দাবি, ‘আমাদের কার্যালয়ের সঙ্গে কোনো ধরনের দালালের সম্পৃক্ততা নেই। এরা সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিআরটিএ কার্যালয়ের বাইরে অপতৎপরতা চালিয়ে আসছিল। আমরা কারো কাছ থেকে বাড়তি টাকা নেই না।’
টাঙ্গাইল
টাঙ্গাইল সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিস থেকে ২৭ জনকে আটক করেছে র্যাব-১২।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন নিউজবাংলাকে জানান, রোববার দুপুর থেকে অভিযান চালিয়ে টাঙ্গাইলের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ১২ জনকে, পাসপোর্ট অফিস থেকে আটজনকে ও বিআরটিএ অফিস থেকে সাতজনকে দালালির অভিযোগে আটক করা হয়।
এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা সিনিয়র সহকারী কমিশনার গোলাম মাসুম তাদের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
কুমিল্লা
কুমিল্লায় পাসপোর্ট ও বিআরটিএ অফিসে দালালির অভিযোগে ১২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
কুমিল্লায় দালালদের ধরতে পাসপোর্ট ও বিআরটিএ অফিসে অভিযান চালানো হয়নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফার ভ্রাম্যমাণ আদালত রোববার সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার সাকিব হোসেন নিউজবাংলাকে জানান, বিআরটিএ অফিস, রেসকোর্স ও নোয়াপাড়া থেকে চারজন পাসপোর্ট দালাল ও আটজন বিআরটিএ দালালকে আটক করা হয়।
তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জরিমানা থেকে আদায় করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৪৫০ টাকা।
মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর হাসপাতালে দালালির অভিযোগে নয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ যোবায়ের রোববার সকালে তাদের আটক করেন।
র্যাব-৪-এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার উনু মং নিউজবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতাল চত্বর থেকে চারজন পুরুষ ও পাঁচজন নারীকে আটক করা হয়।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই চার পুরুষকে সাতদিনের কারাদণ্ড ও পাঁচ নারীকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। একইসঙ্গে ওই নারীদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
নোয়াখালী
নোয়াখালীতে পাসপোর্ট অফিসের সামনে থেকে আটজনকে আটক করেছে র্যাব। র্যাব জানিয়েছে, তারা সেখানে দালালি করেন।
বেগমগঞ্জ উপজেলার গাবুয়ায় রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত র্যাবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে সে সময় পাসপোর্টের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। তারা দালালির কথা স্বীকারও করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন থেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
হবিগঞ্জ
হবিগঞ্জের পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে র্যাব ও জেলা প্রশাসনের অভিযানে আটক করা হয়েছে ছয়জনকে।
শহরের ২ নম্বর পুল এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের আটক করা হয়।
হবিগঞ্জে দালালির অভিযোগে আটক ছয়জনভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুদ্দিন মো. রেজা নিউজবাংলাকে জানান, আটক ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
নীলফামারী
র্যাবের অভিযানে নীলফামারীর বিআরটিএ অফিসে দালালির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রমিজ আলমের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রোববার দুপুরে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মুচলেকা নেয়া হয়েছে।
র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ ছিল। সে কারণে আজ সেখানে অভিযান পরিচালনা করা হয়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘আটক পাঁচজন বিআরটিএ অফিসে সেবা নিতে আসা বিভিন্ন যানবাহন মালিক ও চালকদের কাজ দ্রুত করে দেয়া ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রলুব্ধ করে অর্থ আদায় করত। সবাই জরিমানা পরিশোধ করে মুচলেকা দিয়েছে।’
ভোলা
ভোলা সদর হাসপাতালে দালালির অভিযোগে চারজনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরীর আদালত রোববার দুপুরে তাদের কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল হাদি নিউজবাংলাকে জানান, দালালরা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা রকম হয়রানি করছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব ও পুলিশকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
জয়পুরহাট
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে র্যাব-৫ জয়পুরহাটের বিআরটিএ ও পাসপোর্ট অফিসের সামনে থেকে তিনজনকে আটক করেছে।
রোববার বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌকির নিউজবাংলাকে জানান, আটক দালালরা গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট করে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতেন। অনেক সময় টাকা নিয়ে প্রতারণাও করতেন।
সরকারি কাজে বিঘ্ন ঘটানো ও সরকারি আদেশ অমান্য করায় তাদের আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।