আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার থেকে তার ফিজিওথেরাপি শুরু হয়েছে, যা আরও কিছুদিন চলবে।
নিউজবাংলাকে রোববার বিষয়টি জানিয়েছেন তোফায়েলের জামাতা ও খ্যাতনামা চিকিৎসক তৌহিদুজ্জামান তুহিন।
তিনি বলেন, ‘উনি (তোফায়েল আহমেদ) ভালো আছেন। ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। ওনার ফিজিওথেরাপি কাল (শনিবার) শুরু হয়েছে। বেশ কিছুদিন এই ফিজিওথেরাপি ও নিয়মিত পরিচর্যা চলবে।’
গত সোমবার তোফায়েল আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, তিনি মাইল্ড স্ট্রোক করেছেন।
এরপর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতাকে। নয়াদিল্লির ম্যাডেন্টা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তোফায়েল আহমেদ। সেখানে তার সঙ্গে স্ত্রী ও মেয়ে রয়েছেন।
তৌহিদুজ্জামান তুহিন জানান, তিনি ম্যাডেন্টা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের তত্ত্বাবধানে আছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের নায়ক। ৭৭ বছর বয়সী এ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি।
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ভোলা-১ আসন থেকে নির্বাচন করা আওয়ামী লীগের এ রাজনীতিক ১৯৪৩ সালের ২২ অক্টোবর জেলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।