আগস্টের দ্বিতীয় সপ্তাহে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমের আওতায় যারা করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। এতে অগ্রাধিকার দেয়া হবে নারী ও বয়স্কদের।
দেশে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার স্বাস্থ্য বুলেটিনে এসে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের ‘ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি’র সদস্যসচিব শামসুল হক।
তিনি বলেন, ‘বিগত ক্যাম্পেইনের সময় আমরা ৩০ লাখের অধিক মানুষকে ভ্যাকসিনেশন করেছি। এটা একটি বিশাল কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞে আপনাদের সবার সহযোগিতা ছিল। অনুরোধ জানাচ্ছি, সবাই সুশৃঙ্খলভাবে দ্বিতীয় ডোজ দেবেন।’
সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নারী ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে জানিয়ে শামসুল হক বলেন, ‘দুই ঘণ্টায় বয়স্ক এবং নারীদের টিকা নিশ্চিতকরণ পরবর্তীতে আমরা অন্যদের টিকা দেব। তাহলে বয়স্ক নারীদের টিকাকেন্দ্রে এসে লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না।’
আগামীতে গণটিকার আরও পরিকল্পনা আছে কি না জানতে চাইলে শামসুল হক বলেন, ‘হাতে টিকা মজুত আছে। সেই মজুত টিকা দিয়ে ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ দেয়া কমপ্লিট হওয়ার পর আমাদের হাতে যদি আরও টিকা আসে তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের জানানো হবে।’
১৮ বছরের নিচে শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে পরিকল্পনা আছে কি না এমন প্রশ্ন রাখা হয় স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার কাছে। জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ বিষয়টি আমার জানা নাই। সরকার চিন্তা করছে, ভবিষ্যতে এ বিষয়ে কোনো পরিকল্পনা আসলে সেটা আপনাদের জানাতে পারব। বিষয়টা আমাদের জাতীয় কারিগরি কমিটি দেখছে। কমিটি থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে তাহলে আমরা জানতে পারব।’
শামসুল হক বলেন, ‘টিকা পেতে ৩ কোটির অধিক মানুষ নিবন্ধন করেছেন। নিবন্ধন করে ১ কোটি ৯৩ লাখ মানুষ এখনও টিকা পাননি। নিবন্ধনকারীদের টিকা দেয়া প্রথম দায়িত্ব হিসেবে মনে করছি আমরা। এরপর অন্যদের টিকা দেয়া হবে।’