টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালক মমতাজ আলীর পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার চপরামপুর গ্রামে। হেলপারের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সকালে ঢাকা থেকে একটি টিনবাহী ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা আরেকটি ট্রাক টিনবাহী ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, মরদেহ গোড়াই হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ট্রাক দুটি জব্দ করেছে পুলিশ। সামনের ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।