বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৈঠক শুরু

  •    
  • ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৫:০৯

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় রোববার বেলা ৩টা থেকে বৈঠক শুরু করে।

করোনাভাইরাস মহামারিতে দেড় বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ সশরীরে পাঠদান। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার বেলা ৩টা থেকে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এর আগে গত শুক্রবার চাঁদপুর সদরে মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত সভায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করেছিলাম ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আশা করছি ১২ সেপ্টেম্বর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব।’

মন্ত্রী আরও বলেন, ‘আগামী ৫ সেপ্টেম্বর আমাদের আন্তমন্ত্রণালয়ের সভা রয়েছে। আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। স্কুল খুলে দেয়ার পরে দৈনিক বাধ্যতামূলক প্রতিবেদন প্রেরণের বিষয় রয়েছে যেন কঠোরভাবে মনিটরিং করতি পারি, যেন স্বাস্থ্যবিধি সকলে মেনে চলে স্কুলগুলোতে।’

বেশিরভাগ শিক্ষক-কর্মচারীর টিকাদান সম্পন্ন হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী আগে তো বলেছিলেন ১৮ বছরের বেশি মানুষদের টিকাদানের ব্যবস্থার কথা। এখন ১২ বছরের উপরে যারা আছে, তাদেরকেও টিকা দেয়ার কাজ শুরু করতে। কাজেই যেই টিকা তাদের দেয়ার মতো, তেমন টিকা সরকার নিয়ে আসার ব্যবস্থা করছে। পর্যায়ক্রমে তা দেয়া হবে।’

যত দ্রুত সম্ভব স্কুল-কলেজ খুলে দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের দ্বিতীয় সেশনে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুলের ছেলে-মেয়েদের (নিয়ে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতগুলো নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মেনেই টিকা দেয়ার ব্যবস্থা নিচ্ছি, যার জন্য কিছু ফাইজারের টিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে; আরও পৌঁছাবে। মডার্নার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অন্যান্য টিকাও আসছে।’

স্কুল-কলেজ খোলার পক্ষে পরামর্শক কমিটি

করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী হওয়ায় স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পক্ষে মত দিয়েছে করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গত বৃহস্পতিবার রাতে বৈঠক করে পরামর্শক কমিটি।

ওই বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘করোনা পজিটিভ হার কমে এসেছে। তা ছাড়া ধীরে ধীরে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে।

‘এ জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যবিষয়ক বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেয়া সাপেক্ষে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।’

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সহিদুল্লাহ নিউজবাংলাকে বলেন, ‘১২ সেপ্টেম্বর সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত পোষণ করছি। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সর্বোচ্চভাবে বিবেচনা করতে হবে।’

দেশে করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রোধে ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

এ বিভাগের আরো খবর