বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে র্যাব।
সংস্থাটির দাবি, আটক ব্যক্তিরা দালাল। তাদের কাছ থেকে গাড়ির লাইসেন্স নবায়নসংক্রান্ত কাগজপত্র, টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নগরীর বালুচরা এলাকার বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান হয়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার নিউজবাংলাকে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিআরটিএর এই কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। দালাল ও প্রতারক চক্রের ৩০ সদস্যকে আটক করা হয়েছে।
‘তাদের কাছে লাইসেন্স সম্পর্কিত কিছু কাগজপত্র ও টাকা পাওয়া গেছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।’
তিনি জানান, যাচাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।