রাজধানীর লালবাগে এয়ার কন্ডিশনার (এসি) মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরব দাস (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
লালবাগের নগর বেলতলী এলাকার একটি বাসায় শনিবার রাত ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিরবের বাসা নগর বেলতলী লেনে। তার বাবার নাম রতন দাস।
পরিবারের সঙ্গে থাকতেন নিরব। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালবাগে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তার মরদেহ রাখা হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে।
নিরবের মামা দীপক কুমার দাস নিউজবাংলাকে জানান, তার ভাগ্নে হাজারীবাগের শেখ ফজিলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি এসির টেকনিশিয়ানের কাজ করত। রাতে লালবাগে একটি বাসায় এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তার কানেকশন দিতে গিয়ে স্পার্ক হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে তার ভাগ্নেকে মৃত বলে জানান চিকিৎসক।