হবিগঞ্জের মাধবপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার দক্ষিণ বরগ এলাকা থেকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম গেদু মিয়া। তিনি দক্ষিণ বরগ গ্রামের বাসিন্দা।
এর আগে দুপুরে ওই শিশুর মা মাধবপুর থানায় ধর্ষণ মামলা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার সন্ধ্যার পর শিশুটি আইসক্রিম কিনতে বাজারে জাহাঙ্গীর মিয়ার দোকানে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে গেদু মিয়া নামের যুবক তাকে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন।
শিশুটি বাড়িতে গিয়ে মায়ের কাছে বিষয়টি জানায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন শনিবার সকালে শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় দুপুরে শিশুর মা মাধবপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে গেদু মিয়াকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। গ্রেপ্তার গেদু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।