বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাছ কাটায় মারা পড়ল অর্ধ শতাধিক পাখি

  •    
  • ৪ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৫১

হাসপাতালের সামনে ড্রেন নির্মাণের কাজ চলছে। তাই কাটা হয়েছে একটি অর্জুন গাছ। সেই গাছেই ছিল পাখির বাচ্চাগুলো।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে একটি গাছ কাটায় সেখান থেকে পড়ে অর্ধশতাধিক শামুকখোল পাখির বাচ্চা মারা গেছে।

শনিবার দুপুরের পর ড্রেন নির্মাণের সময় একটি গাছ কেটে ফেলেন শ্রমিকরা। এতেই মারা যায় পাখিগুলো।

হাসপাতাল পরিচালক দাবি করেছেন, গাছ কাটার কোনো পরিকল্পনা ছিল না তাদের। আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সজাগ থাকবেন তারা।

হাসপাতালের সামনের গাছগুলোতে কয়েক বছর ধরেই আবাস গড়েছে শামুকখোল পাখি। এসব অতিথি পাখি সেখানেই ডিম দেয়, বাচ্চা তোলে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সামনে ড্রেন নির্মাণের কাজ চলছে। এ কারণে কাটা হয়েছে একটি অর্জুন গাছ। সেই গাছে ছিল পাখির বাচ্চাগুলো। সেখানে ২০ থেকে ২৫টি মৃত পড়ে ছিল। এর আগে আরও ২০-২৫টি সরানো হয়।

পাখির বাচ্চার এমন মৃত্যু নিয়ে উদ্বেগ জানিয়েছেন বন্যপ্রাণী সংরক্ষক হাসনাত রনী।

তিনি বলেন, ‘গাছ কাটার কারণে এতগুলো পাখির বাচ্চার মৃত্যু হলো। পাখিদের প্রতি এমন অবহেলা ও নিষ্ঠুরতা মেনে নেয়া যায় না।’

এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘বৃষ্টিতে পানি জমছিল। তাই সেখান দিয়ে একটি ড্রেন নির্মাণ করা হচ্ছিল। নির্মাণ অংশে গাছের কিছু অংশ পড়ে। শ্রমিকরা তাই গাছের শিকড় কেটে দেয়। এতেই গাছটি পড়ে যায়। সেখানে পাখির বাসা ছিল। বড় পাখি উড়ে গেলেও ছোটগুলো পড়ে যায়।’

এ বিভাগের আরো খবর