বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
শনিবার বাদ আসর শহরের কালীবাড়ি রোডের মসজিদ-ই মকবুলে এই দোয়ার আয়োজন করা হয়।
ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন লিংকন, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফেরদৌস আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি, আমিনুল ইসলাম ইভান, ইব্রাহীম উজ্জ্বল, আহমেদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সুমনসহ জেলা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ ভারতের দিল্লি থেকে প্রায় নয় কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের তত্ত্বাবধানে আছেন তোফায়েল আহমেদ।
অরুণ গার্গ গণমাধ্যমকে বলেন, ‘তোফায়েল আহমেদের অবস্থা স্থিতিশীল। তাকে আরও পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রেখেছি। দুশ্চিন্তার কিছু নেই, আশা করি শিগগিরই তাকে কেবিনে পাঠাতে পারবো।’
গত ৩০ আগস্ট স্ট্রোক করেন তোফায়েল আহমেদ। তাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৩ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের দিল্লিতে নেয়া হয়।
পাঁচ বারের সংসদ সদস্য ৭৭ বছরের তোফায়েল আহমেদ আওয়ামী লীগ সরকারের অধীনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।