বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫ ঘণ্টায় পানিতে ডুবে ৭ মৃত্যু

  •    
  • ৪ সেপ্টেম্বর, ২০২১ ২১:২২

পানিতে ডুবে ময়মনসিংহ ও লালমনিরহাটে মৃত্যু হয়েছে চারজনের। একজন করে প্রাণ হারিয়েছে নোয়াখালী, গাজীপুর ও চুয়াডাঙ্গা জেলায়।

পাঁচ ঘণ্টায় পাঁচ জেলায় পানিতে ডুবে ছয় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ, লালমনিরহাট, নোয়াখালী, চুয়াডাঙ্গা ও গাজীপুরে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শনিবার বিকেল পাঁচটার দিকে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।মৃতরা হলো ১০ বছর বয়সী নীরব ও ১২ বছর বয়সী বিল্লাল। তাদের বাড়ি গোপিনাথপুর গ্রামে। নিরব স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও বিল্লাল পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মুক্তাদির হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দুই বন্ধু পুকুর পাড়ে খেলতে যায়। সাঁতার না জানা এই দুই শিশু একপর্যায়ে অল্প পানিতে নেমে গোসল শুরু করে। একজন হঠাৎ পা পিছলে গভীর পানিতে চলে যায়। তাকে বাঁচাতে অন্য শিশুটিও গভীর পানিতে যায়।

অনেক সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজা শুরু করে। পুকুরে গিয়ে তারা দুজনের ভাসমান মরদেহ পায়।

ওসি জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাটেও পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই কিশোর।

কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখাওয়া দিঘীরপাড় আরডিআরএস অফিস এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুই কিশোর হলো সুন্দ্রাহবি গ্রামের ১৩ বছর বয়সী মো. সিয়াম ও একই গ্রামের ১৪ বছর বয়সী মো. মাহিম।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সুন্দ্রাহবি বিলে একটি মাছের প্রকল্পে চার কিশোর গোসল করতে নামে। বালুতে তাদের পা আটকে গেলে দুজন পাড়ে উঠে এলেও বাকি দুজন তলিয়ে যায়।

পাড়ে উঠে আসা দুই কিশোরের চিৎকারে স্থানীয়রা এসে তাদের খোঁজাখুঁজি করে। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

প্রায় এক ঘণ্টা পর তাদের দেহ ভেসে উঠলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় নিউজবাংলাকে জানান, ওই দুই কিশোরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

নোয়াখালীর চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যুর হয়েছে।

চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ইসরাত জাহান নুহার বাড়ি প্রসাদপুর গ্রামে। সে সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

এ সময় ওই স্কুলেরই জান্নাতুল নাঈমা অহনা নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরে স্থানীয় শিশু-কিশোরীদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় তারা। পা পিছলে তারা দুজনই পানিতে পড়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে খিলপাড়া আব্দুল ওহাব মেমোরিয়াল হাসপাতালে নিলে চিকিৎসক নুহাকে মৃত ঘোষণা করেন।

অহনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম চৌধুরী নিউজবাংলাকে জানান, এ ঘটনায় নুহার পরিবার থানা-পুলিশ না করে পারিবারিকভাবে মরদেহ দাফন করেছে।

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে জলাবদ্ধতায় গর্তে পড়ে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে শনিবার দুপুর ১২টার দিকে ছয় বছর বয়সী স্বাধীন মিয়ার মৃত্যু হয়।

স্বাধীনের বাবা শরিফ মিয়া জানান, বৃষ্টির পানিতে বাড়ির পাশে জলাবদ্ধতা হয়েছে। সকালে বাড়ি থেকে বের হয়ে কোনো এক সময় স্বাধীন সেখানকার গর্তে পড়ে যায়। বেলা ১২টার দিকে তার মরদেহ ভেসে ওঠে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন রাসেল জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুরে ডুবে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামে শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। ৪০ বছর বয়সী মৃত ইন্তাজ আলীর বাড়ি চিৎলা গ্রামে।

স্থানীয়রা জানান, ইন্তাজ আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ও মৃগীরোগে ভুগছিলেন। দুপুরে তিনি পুকুরে গোসল করতে গিয়ে আর ফেরেননি। বিকেলে স্থানীয় লোকজন তার মরদেহ পুকুরে ভাসতে দেখে।

ওসি জানান, মরদেহ পুকুর থেকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর