জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা গ্রামে শনিবার বিকেল ৫টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন কাঠমিস্ত্রি রুবেল মিয়া ও তার ৬ বছরের ছেলে এনায়েত।
স্বজনরা জানান, রুবেল মিয়া প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন। এ সময় হঠাৎ শর্টসার্কিট থেকে চাল বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের।
তাকে বাঁচাতে এগিয়ে যায় শিশু এনায়েত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউপি চেয়ারম্যান মো. দ্বীন আমিন জানান, বাবা-ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি শুনেছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।