বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামে শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।
নিহত ব্যক্তিরা হলেন সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া গ্রামের বিপ্লব হোসেন ও কড়িতলা গ্রামের আবদুল মোমিন। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ওসি কৃপা সিন্ধু জানান, সারিয়াকান্দির কুতুবপুর এলাকা থেকে ধুনটের দিকে মোটরসাইকেলে আসছিলেন বিপ্লব, মোমিন ও আরেক ব্যক্তি। পথে বড়িয়া গ্রামে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিপ্লব।
গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসা চলাকালে মারা যান মোমেন।
হাসপাতালের ফাঁড়ির (সিলিমপুর ফাঁড়ি) পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু জানান, ঘটনার পরই ট্রাকটি নিয়ে পালিয়ে যান এর চালক। এ ঘটনায় তদন্ত চলছে।