বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খেলার সময় খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

  •    
  • ৪ সেপ্টেম্বর, ২০২১ ২০:২৯

বাবা আবদুল মালেক বলেন, ‘ছেলেটারে খাটে রাইখা ওর মা পাশের ঘরে কাজ করতেছিল। হঠাৎ কইরা শব্দ শুইনা দৌঁড়াইয়ে ঘরে গিয়া দেখে, আমার ছেলেটা নিচে পইড়া আছে। তারে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিছি। পরে ডাক্তার দেইখা বলছে আমার ছেলেটা আর নাই।’

খাটে আপন মনে খেলছিল চাঁদপুরের ফরিদগঞ্জের ১২ মাস বয়সী মো. আজিম। পাশের ঘরেই কাজ করছিল তার মা। খেলার ফাঁকে হঠাৎ খাট থেকে পড়ে যায় সে।

মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায় শিশুটি। স্বজনরা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয় তাকে। কিন্তু আর বাঁচানো গেল না আজিমকে। বাবা-মা বাড়ি ফেরেন ছেলের নিথরদেহ নিয়ে।

ফরিদগঞ্জ উপজেলার শোশাইচর গ্রামে শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আজিম শোশাইচর গ্রামের আবদুল মালেক মিয়ার ছেলে।

কান্না জড়ানো গলায় আবদুল মালেক বলেন, ‘ছেলেটারে খাটে রাইখা ওর মা পাশের ঘরে কাজ করতেছিল। হঠাৎ কইরা শব্দ শুইনা দৌঁড়াইয়ে ঘরে গিয়া দেখে, আমার ছেলেটা নিচে পইড়া আছে। তারে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিছি। পরে ডাক্তার দেইখা বলছে আমার ছেলেটা আর নাই।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রায়হান মোহাম্মদ ওমর ফারুক বলেন, শিশুটি মাথায় প্রচণ্ড আঘাত পায়। মস্তিষ্কে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

এ বিভাগের আরো খবর