আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এখন শারীরিকভাবে ভালো আছেন।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন তার বিশেষ সহকারী আবুল খায়ের।
তিনি বলেন, ‘উনি (তোফায়েল আহমেদ) ভালো আছেন। আমি আজকে নিজে উনার সঙ্গে কথা বলেছি।’
সোমবার তোফায়েল আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওইদিন সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন তিনি মাইল্ড স্ট্রোক করেছেন।
এরপর উন্নত চিকিৎসার এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী নয়া দিল্লিতে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগের এই প্রবীণ নেতাকে।
এ বিষয়ে আবুল খায়ের বলেন, ‘উনি আসলে একটি মেডিক্যাল চেকাপের জন্য গিয়েছেন। শারীরিকভাবে ভাল আছেন।’
নয়া দিল্লির ম্যাডেন্টা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তোফায়েল আহমেদ। সেখানে তার সঙ্গে স্ত্রী ও মেয়ে রয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা বাসসের প্রতিবেদন অনুযায়ী মেডান্টা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, ‘তার অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি।’
বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ তোফায়েল আহমেদকে পরীক্ষা করে কিছু মেডিক্যাল চেকআপের পরামর্শ দিয়েছেন ডা. অরুণ গার্গ।
তিনি বলেছেন, ‘দুশ্চিন্তার কিছু নেই, আশা করি শনিবারের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য তোফায়েল আহমেদ ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক।
সাবেক ডাকসু ভিপি ও প্রবীণ সংসদ সদস্য তোফায়েল আহমেদ এ দেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি। ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।
ভোলা-১ আসন থেকে নির্বাচন করা আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিক ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।