চট্টগ্রামের পাহাড়তলীতে বাসায় আটকে দুই তরুণীকে যৌন পেশায় বাধ্য করার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
অভিযুক্তরা হলেন মর্জিনা বেগম, মনির হোসেন ও রাশেদ উদ্দিন।
শনিবার বিকেলে তাদের চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
ওসি জানান, শুক্রবার জাতীয় জরুরি সেবা থেকে অভিযোগ পেয়ে পাহাড়তলী থানা এলাকার প্রাণ হরিদাস রোডের বিবেকানন্দ নাথের তনয় বিতান নামের ভবনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আটকে রাখা দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
পুলিশ বিকেলে তাদের চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে নিলে বিচারক কারাগারে পাঠিয়েছেন বলে জানান ওসি মোস্তাফিজুর।