বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উচ্ছেদ অভিযানে হামলায় আহত ৮ বনকর্মী

  •    
  • ৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:১৯

রামুর বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, জোয়ারিয়া নালা রেঞ্জ এলাকার বন বিভাগের জায়গায় উচ্ছেদ অভিযান চালানোর সময় হামলা হয়। এতে অন্তত আটজন আহত হন।

কক্সবাজারের রামুতে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলায় অন্তত আট বনকর্মী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুরাপাড়া এলাকায় শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে জোয়ারিয়া নালা রেঞ্জ এলাকার বনের জায়গা দখল করে ছিল দুর্বৃত্তরা। তাদের বারবার উচ্ছেদের পরও ফের দখল করে বসতি গড়ে তোলে।

‘শনিবার সকালে মুরাপাড়া এলাকায় বন বিভাগের জায়গায় উচ্ছেদ অভিযানে যাই আমরা। তখন হঠাৎ একদল ভূমিদস্যু আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, আবার লোহার অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।’

তিনি জানান, এতে আহত হন জোয়ারিয়ানালার রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল জব্বার, বন বিভাগের বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতাহার এলাহী ও বন প্রহরী বাসু দেবসহ আটজন।

রামু থানা পুলিশ সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে গুরুতর আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় লোকজন জানান, ওই এলাকায় বন বিভাগের জায়গায় একটি পোল্ট্রি ফার্ম ছিল। সেখানেই অভিযান চালাতে যান বন কর্মকর্তারা। তখন ওই ফার্মের মালিক তার লোকজন নিয়ে হামলা চালায়।

রামুর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, বন বিভাগের লোকজনের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তাদের আটক করার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর