বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চন্দ্রনাথ পাহাড়ে ধর্মীয় উসকানি, কারাগারে দুই মাদ্রাসাছাত্র

  •    
  • ৪ সেপ্টেম্বর, ২০২১ ০১:৫৪

সোমবার বাসুদেব রায় নামের এক ব্যক্তি সীতাকুণ্ড থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর মঙ্গলবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে দুই মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে ধর্মীয় উসকানি দিয়ে ফেসবুকে পোস্ট করায় গ্রেপ্তার দুই মাদ্রাসাছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার রাতে তাদের কারাগারে পাঠানোর কথা নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী।

এর আগে শুক্রবার ‘মুহাম্মাদ শিব্বির বিন নজির’ নামে একটি আইডি থেকে ফেসবুকে পোস্ট করে ধর্মীয় উসকানি দেয়া হয়।

এর পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়লে ফেসবুকে তা নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় সোমবার বিকেলে বাসুদেব রায় নামের এক ব্যক্তি সীতাকুণ্ড থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর মঙ্গলবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে দুই মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার দুই মাদ্রাসা শিক্ষার্থী হলেন মুহাম্মাদ শিব্বির বিন নজির ও রিফাত খন্দকার। তারা দুজনই ঢাকার মোহাম্মদপুর মাদ্রাসার শিক্ষার্থী।

গ্রেপ্তারের পরদিন বুধবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালত তাদের এক দিনের রিমান্ডে পাঠায়। এরপর বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ বিভাগের আরো খবর