ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। প্রায় চার মাস পর প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু থেকে এক দিনের স্বস্তি মিলল।
শুক্রবার বিকেল ৬টার দিকে নিউজবাংলাকে এ তথ্য জানান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে নতুন করে ১ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৪১১ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৪১ রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৯ জনের মধ্যে ময়মনসিংহে ৪৯ জন, নেত্রকোণায় ১৯, শেরপুরে ৩২ ও জামালপুরে ৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। এর মধ্যে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ২৭৩ জনের মৃত্যু হয়েছে। শতকরা হিসাবে ৪৭ শতাংশই ময়মনসিংহ জেলার। এ ছাড়া নেত্রকোণায় ১২৩, জামালপুরে ৯২ ও শেরপুর জেলায় ৮৯ জনের মৃত্যু হয়েছে।
আরও জানানো হয়, শুক্রবার বিকেল পর্যন্ত ময়মনসিংহ জেলায় ২১ হাজার ২৬১ জন, জামালপুরে ৫ হাজার ৬৪, নেত্রকোণায় ৪ হাজার ৭৭৬ এবং শেরপুরে ৪ হাজার ৫৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬৮৩।
গত এক দিনে সুস্থ হয়েছেন ১০৩ জন। এ নিয়ে বিভাগে ৩২ হাজার ২৯৩ জন করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।
ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ্ আলম নিউজবাংলাকে জানান, বিভাগে নমুনা পরীক্ষার বিপরীতে বর্তমানে শনাক্তের হার ৮ দশমিক ২০ শতাংশ। আক্রান্তের বিপরীতে সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ।
তিনি বলেন, ‘গণটিকা দেয়ার পর থেকে আক্রান্তের হার কমেছে। তবুও সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলাচল করতে হবে। বাধ্যতামূলক মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।’