পুরোপুরিভাবে দেশের সব স্কুল-কলেজ খুলবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক।
মানিকগঞ্জ শহরের খানবাহাদুর রহমান আওলাদ হোসেন খান কলেজ মিলনায়তনে শুক্রবার বিকেলে জেলার স্কুল-কলেজের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এর আগে বেসরকারি এক টিভিতে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ১২ সেপ্টেম্বর থেকে চালু হতে পারে সব শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেন, ‘বিশেষজ্ঞরা মনে করছেন সংক্রমণের হার কমতে শুরু করেছে। আগামী দিনে আরও কমবে। তাই ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘পুরোপুরিভাবে এখনই স্কুল-কলেজ চালু করতে পারব না। এর জন্য অ্যাসাইনমেন্টের গুরুত্বটা থেকে যাবে এবং অ্যাসাইনমেন্ট আস্তে আস্তে বাড়বে। কারণ, অ্যাসাইমেন্টের মধ্যে টিচিং, লার্নিং ও অ্যাসেসমেন্ট এই তিনটা বিষয় থাকে।’
তিনি আরও বলেন, ‘জেলার অনেক বিদ্যালয়ে এখনও অনেক সমস্যা আছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যাগুলো তারা দূর করতে পারবেন।’
খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখসেলুর আলম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক মনোয়ার হোসেন, ঢাকা অঞ্চলের উপপরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস ও মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহানসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।