আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের দিল্লিতে নেয়া হয়। নিউজবাংলাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন তার বিশেষ সহকারী আবুল খায়ের। বলেন, তোফায়েল আহমেদের অবস্থা এখন স্থিতিশীল।
আবুল খায়ের নিউজবাংলাকে জানান, ‘গত ৩০ আগস্ট তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিন সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন তিনি মাইল্ড স্ট্রোক করেছেন।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে শুক্রবার বেলা ১১টায় নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে ম্যাডেন্টা হাসপাতালে চিকিৎসা নেবেন।
তোফায়েল আহমেদ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে। দিল্লিতে তোফায়েল আহমেদের সঙ্গে তার স্ত্রী ও মেয়ে রয়েছেন।
৬৯-এর গণ-অভ্যুত্থানের নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য তোফায়েল আহমেদ। সাবেক ডাকসু ভিপি, প্রবীণ সংসদ সদস্য তোফায়েল আহমেদ এ দেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি। ৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।
ভোলা-১ আসন থেকে নির্বাচন করা আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিক ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ভোলা শহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের আলহাজ মফিজুল হক তালুকদারের বড় মেয়ে আনোয়ারা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তারা এক কন্যাসন্তানের জনক-জননী। তাদের কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নী পেশায় চিকিৎসক ও জামাতা তৌহিদুজ্জামান তুহিন খ্যাতনামা কার্ডিওলজিস্ট। তিনি স্কয়ার হাসপাতালে কর্মরত।