কুমিল্লার বুড়িচংয়ে বিকাশের দোকানের টিনের চালা কেটে ছয় লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাড়াতাইয়া নতুন বাজারে সাথী টেলিকম নামের দোকানে এ ঘটনা ঘটে।
চুরির অভিযোগে ওই দিন রাতেই দুজনের নামে বুড়িচং থানায় মামলা করেছেন দোকানটির মালিক মো. গিয়াস উদ্দিন সফিউল্লাহ।
অভিযুক্তরা হলেন, খাড়াতাইয়া গ্রামের মো. শাহ আলম ও আবদুস সালাম।
মামলায় গিয়াস উদ্দিন বলেছেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাশের গাজীপুর গ্রামে বিকাশ অফিসে যান তিনি। বিকেল ৩টায় ফিরে এসে দোকানের সামনে দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে দোকান খুলে দেখেন টিনের চালা কাটা। ক্যাশবাক্সে রাখা ছয় লাখ ১২ হাজার টাকাও নেই।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মামলার তদন্ত কর্মকর্তা মো. মামুন হোসেন বলেন, ‘আমরা তদন্ত করছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।’