বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাউখালীতে ‘হেনস্তার শিকার’ প্রশাসনের নারী কর্মকর্তারা

  •    
  • ৩ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৪৫

ইউএনও জানান, স্থানীয় কিছু প্রভাবশালী নেতার কাছ থেকে সরকারি জমি দখলমুক্ত করার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন কাজে তাকে পড়তে হয়েছে বাধার মুখে। একটি চক্র প্রতিনিয়তই তাকে হুমকিধমকি দিচ্ছেন।

পিরোজপুরের কাউখালীতে সরকারি দায়িত্ব পালনে গিয়ে হয়রানি ও কটূক্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন নারী কর্মকর্তারা। সম্প্রতি এক অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা এমন এক ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ তোলার পর একে একে অন্য নারী কর্মকর্তারাও তাদের তিক্ত অভিজ্ঞতার বিষয়ে সরব হয়েছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, ঘটনাগুলো তদন্ত করা হবে।

ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ হচ্ছে কয়েকটি ধাপে। এর মধ্যে পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় কয়েক ধাপে ৩৫০ ঘর নির্মাণ ও বিতরণ করা হচ্ছে। নির্মাণের শুরুতে জায়গা-সংকট থাকায় দখলকৃত সরকারি খাস জমি উদ্ধারে নামেন ইউএনও খালেদা খাতুন রেখা।

নিউজবাংলাকে তিনি জানান, স্থানীয় কিছু প্রভাবশালী নেতার কাছ থেকে সরকারি জমি দখলমুক্ত করার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন কাজে তাকে পড়তে হয়েছে বাধার মুখে। একটি চক্র প্রতিনিয়তই তাকে হুমকিধমকি দিচ্ছেন।

ইউএনও বলেন, সবশেষ অস্ত্র হিসেবে চক্রটি বেছে নিয়েছে ফেসবুককে। একের পর এক আপত্তিকর পোস্ট দিয়ে তার চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে, জীবননাশের হুমকি আছে বলে ওই চক্রের কারও নাম জানাতে রাজি হননি ইউএনও রেখা।

তিনি বলেছেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

প্রায় একই ধরনের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি। নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে গেলে বিশেষ করে এই উপজেলার কিছু প্রভাবশালী নেতা আইনি প্রক্রিয়ায় আমাদের সঙ্গে না পেরে চরিত্রহননের চেষ্টা করেন। যা দুঃখজনক।’

তাদের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘কর্মক্ষেত্রে নারী সহকর্মীরা হয়রানির শিকার হলে কোনো ছাড় দেয়া হবে না। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী।

তিনি বলেন, ‘আমরা মহিলা পরিষদ দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছি নারীবান্ধব কর্মপরিবেশের। নারীরা আজ প্রায় কর্মক্ষেত্রেই নিপীড়নের শিকার হচ্ছেন। কাউখালীর ঘটনায় যারা জড়িত, সবার বিচারের দাবি করছি।’

এ বিভাগের আরো খবর