বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা আক্রান্তদের ৯০ শতাংশই গ্রামের

  •    
  • ৩ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫০

স্বাস্থ্যের ডিজি আবুল বাশার খুরশীদ আলম বলেন, গ্রামের বেশিরভাগ মানুষই টিকা নেননি। তাদের অনেকে আক্রান্ত হয়ে দেরিতে হাসপাতালে গিয়েছেন। এসব কারণে গ্রামাঞ্চলের বাসিন্দাদের মৃত্যুহার বেশি।

করোনাভাইরাসে আক্রান্তদের ৯০ শতাংশই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

পাবলিক হেলথ আসোসিয়েশন অব বাংলাদেশের ভার্চুয়াল বার্ষিক সম্মেলনে শুক্রবার বেলা ১১টার দিকে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যের ডিজি বলেন, গ্রামের বেশিরভাগ মানুষই টিকা নেননি। তাদের অনেকে আক্রান্ত হয়ে দেরিতে হাসপাতালে গিয়েছেন। এসব কারণে গ্রামাঞ্চলের বাসিন্দাদের মৃত্যুহার বেশি।

তিনি মনে করেন, সবার টিকা প্রাপ্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

আবুল বাশার বলেন, মানুষের ধারণা গ্রাম পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাব্যবস্থার মান উন্নত নয়। এ কারণে অসুস্থ হলে তারা জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় বা রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করেন।

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য খাতে আমাদের সীমাবদ্ধতা আছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চ্যালেঞ্জ অনেক বেশি। জনবলের ঘাটতি থেকে শুরু করে অনেক সমস্যা রয়েছে গ্রামের হাসপাতালগুলোতে। সেগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।’

‘গ্রামে বাড়ছে সেবার মান’

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার অংশ হিসেবে গ্রামের হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানো হয়েছে বলে জানান স্বাস্থ্যের ডিজি।

তার ভাষ্য, মহামারির শুরুতে চিকিৎসাব্যবস্থার সংকট থাকলেও এখন করোনা মোকাবিলায় উপজেলা পর্যায়ের হাসপাতালেও কেন্দ্রীয়ভাবে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমান সময়ে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের মধ্যে রয়েছে উল্লেখ করে আবুল বাশার বলেন, ‘ভবিষ্যতে করোনা পরিস্থিতি কেমন হবে তা আমরা কেউ জানি না। তবে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আগেও রোগীদের পাশে থেকে সেবা দিয়েছেন, আশা করি ভবিষ্যতেও দিবেন।’

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জনগণের জন্য ২৪ কোটি টিকার ব্যবস্থা করেছেন। সবাইকে টিকা দিতে পারলে শিগগিরই করোনা মোকাবেলায় আমরা সক্ষম হব।’

এ বিভাগের আরো খবর