লক্ষ্মীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম রায়হান চৌধুরীর আদালতে বৃহস্পতিবার দুপুরে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামি কিশোর কুমার। বিচারক তা নাকচ করে কিশোরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কিশোরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।
কিশোরের বিরুদ্ধে গত ২৬ আগস্ট চাঁদাবাজির এই মামলা করেছেন লক্ষ্মীপুর শহরের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন। আদালতে তিনি এই মামলার আবেদন করেছিলেন। তাতে আসামি করা হয় কিশোর কুমার ও অজ্ঞাতপরিচয় চারজনকে।
আদালত মামলা নিতে সদর থানাকে নির্দেশ দিলে পরদিনই তা নথিভুক্ত হয়।
বাদীর আইনজীবী মহসিন কবির মুরাদ নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উভয় পক্ষের শুনানি শেষে আদালত কিশোরের জামিন নাকচ করে।
মামলার এজাহারে বলা হয়েছে, অনেক দিন ধরেই অনলাইন নিউজপোর্টাল ‘ফোকাস বাংলার’ জেলা প্রতিনিধি পরিচয়ে কিশোরসহ পাঁচজন কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। এর আগেও প্রতিষ্ঠানটির কাছ থেকে তারা তিন ভাগে ১৫ হাজার টাকা আদায় করে।
ওই পাঁচজন গত ১৩ আগস্ট বিকেলে সেখানে ৫০ হাজার টাকা নিতে যায়। তা না দেয়ায় প্রতিষ্ঠানটির কর্মীদের প্রাণনাশের হুমকিও দেন তারা।
এর আগেও কিশোরের বিরুদ্ধে জেলার কয়েকজন সাংবাদিকের নাম নিয়ে চাঁদাবাজি করার অভিযোগে সদর থানায় জিডি করেন কয়েকজন ব্যবসায়ী।