জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক অবস্থানগত কারণে ঝুঁকিতে আছে বাংলাদেশ। এ জন্য দুর্যোগ সহনীয় জাতি গঠনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
নারায়ণগঞ্জে বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য নির্মাণাধীন রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই, কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করা অনেক সহজ হবে। আর শেখ হাসিনার সরকার সে কাজটাই করে যাচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নতুন রেসকিউ বোটগুলো যেকোনো দুর্যোগকালে স্বল্প সময়ে ত্রাণসহ বিভিন্ন সহায়তা প্রদান করতে পারবে। বোটগুলোর ড্রাফট অত্যন্ত কম হওয়ায় দুর্গত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে পারবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এম শফিউল আজম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক ও আদর্শ প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্রের সভাপতি কাজল রেখা।
নির্মাণাধীন ৬০টি বোটের মধ্যে ৮টি বোটের নির্মাণ শেষে বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে হস্তান্তর করা হয়। বাকি ৫২টি বোটের নির্মাণ আগামী বছরের মধ্যে শেষ হতে পারে।
গত বছরের ২১ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সঙ্গে ডিইডব্লিউ লিমিটেড-নারায়ণগঞ্জের মধ্যে ৬০টি রেসকিউ বোট নির্মাণে চুক্তি হয়েছিল।