লক্ষ্মীপুরে সোনার কানের দুলের জন্য এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগর্দি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সাত বছর বয়সী পপি সাহার বাড়ি সাগর্দি এলাকায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, চার দিন আগে পপিকে তার মা ববিতা সাহা ১২ হাজার টাকা দিয়ে তিন আনা ওজনের এক জোড়া সোনার কানের দুল কিনে দেন। বৃহস্পতিবার সকালে পপি স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে বের হয়। অনেকক্ষণ পরেও সে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে।
দুপুর দুইটার দিকে শিশুটির ফুপু ভাড়াটিয়া রুমা আক্তারের বাসায় খুঁজতে গেলে তাকে ঢুকতে না দিয়ে তালা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন রুমা।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে বাসার তালা খুলে খাটের নিচে পপির মরদেহ পাওয়া যায়। এ সময় তার সোনার দুল কানে ছিল না।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি জানান, পপির মা রুমা ও তার স্বামী এমরান হোসেনের নামে হত্যা মামলা করেন। এর আগেই পুলিশ তাদের আটক করে। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘রুমা পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি কানের দুলটি বিক্রি করে দিয়েছেন। দুল উদ্ধারের চেষ্টা চলছে।’