চাঁদপুরের শাহরাস্তিতে এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
জেলা দায়রা জজ আদালতে বৃহস্পতিবার দুপুরে ওই নেতা জামিনের আবেদন করেন। বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান।
তিনি জানান, বুধবার রাতে ১৪ বছর বয়সী ওই কিশোরের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের অভিযুক্ত নেতার বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলায় বলা হয়, গত সোমবার সকালে দশম শ্রেণির ওই ছাত্র বাড়ির পাশের মাঠে ছাগল চরাচ্ছিল। এ সময় ওই নেতা তাকে নিজের বাড়িতে নিয়ে বলৎকারের চেষ্টা করেন। একপর্যায়ে কিশোরটির চিৎকারে স্থানীয় লোকজন ভিড় করলে এ বিষয়ে কাউকে কিছু না বলতে তাদের হুমকি দেন ওই নেতা।
ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নেতাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আবার হুমকি দেন। একপর্যায়ে এলাকাবাসী তাকে মারধর করে পুলিশে হস্তান্তর করে।
শাহরাস্তি মডেল থানার ওসি আবদুল মান্নান জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নেতাকে আদালতে নেয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছে ওই কিশোর।