ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে শিশু হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিন চৌকিদার, তার দুই ছেলে মো. মোস্তফা ও মো. ইকবাল এবং ১ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন গাজী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাম্মেল হক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, একই এলাকার আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে ৩২ শতাংশ জমি নিয়ে আসামিদের বিরোধ চলছিল। এর জেরে ২০১৩ সালের ২০ মে বিকেল পাঁচটার দিকে তারা নোমানের ১০ বছরের ছেলে কেফায়েত উল্লাহ রায়হানকে শ্বাসরোধ করে হত্যা করে।
এরপর তারা একে আত্মহত্যা বলে চালাতে বাঁশের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে।
ওই বছরের ১৫ জুন নোমান এ ঘটনায় চারজনের নামে হত্যা মামলা করেন। বিভিন্ন সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আদালত তাদের চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে।