রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের খেলাপি ঋণের ২০০ কোটি টাকা পরিশোধের অঙ্গীকার করেছেন কয়েকজন গ্রাহক। এর মধ্যে এক কোটি টাকার চেক জমাও দেয়া হয়েছে।
‘সময়মত ঋণ পরিশোধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগান নিয়ে মাসব্যাপী খেলাপি ঋণ আদায়ের বিশেষ কর্মসূচির উদ্বোধনের দিন এই চেক কমা দেয়া হয়।
বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আনিসুর রহমান রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান করপোরেট শাখায় এই কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, মো. ইসমাইল, মো. মমিনুল হক উপস্থিত ছিলেন।
কর্মসূচি অনুযায়ী ব্যাংকের সকল শাখাকে সুনির্দিষ্ট এবং কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া প্রতিটি শাখায় ‘মিট দ্য বরোয়ার’ সভা করে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হবে।
এসব সভায় ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট শীর্ষ নির্বাহীরা উপস্থিত থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও পরামর্শ প্রদান দেবেন।
জুন শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ ১৪ হাজার ৭৯৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৭ হাজার ৯৮৫ কোটি টাকা, যা মোট ঋণের ৫৩ দশমিক ৯৬ শতাংশ।
মার্চে ব্যাংকটির ঋণ ছিল ১৪ হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ছিল ৮ হাজার ৮০ কোটি টাকা, যা মোট ঋণের ৫৫ দশমিক ৩৪ শতাংশ।
তিন মাসে খেলাপি ঋণ কমেছে ১.৩৮ শতাংশ।