বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীমনির জামিন নিয়ে জাফরুল্লাহর প্রশ্ন

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৩৩

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কয়েকজন ছাত্র এখনও মুক্তি পায়নি। আমি-সাকি (জোনায়েদ সাকি) ছাত্রদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। তখন তিনি (প্রধান বিচারপতি) বলেন, আমরা নাকি বিচারে হস্তক্ষেপ করতে পারি না। এখন পরীমনি কীভাবে মুক্তি পেল। সুন্দরী মহিলা বলে?’

মোদিবিরোধী মিছিল থেকে আটক ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মীর জামিন না হলেও ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি কীভাবে জামিন পেলেন সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

একই সঙ্গে এ ঘটনায় প্রধান বিচারপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এ ছাড়া পরীমনির জামিনের পেছনে অন্য কারণ রয়েছে বলেও মন্তব্য করেছেন জাফরুল্লাহ।

তিনি বলেছেন, ‘কয়েকজন ছাত্র এখনও মুক্তি পায়নি। আমি-সাকি (জোনায়েদ সাকি) ছাত্রদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম। তখন তিনি (প্রধান বিচারপতি) বলেন, আমরা নাকি বিচারে হস্তক্ষেপ করতে পারি না। এখন পরীমনি কীভাবে মুক্তি পেল। সুন্দরী মহিলা বলে?’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জেনারেল এম এ জি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও জেনারেল এম এ জি ওসমানী’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বিচারপতির উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘ছাত্রগুলোকে ও খালেদা জিয়াকে জামিন দিয়ে দেন। খালেদা জিয়া কয় টাকা চুরি করছেন?’

জাফরুল্লাহ আরও বলেন, ‘বিচারপতিদের অভিনন্দন জানাই, তারা পরীমনিকে আগে মুক্তি দিয়েছেন। সুন্দরী মহিলা বলে নয় বিভিন্ন কারণে মুক্তি দিয়েছেন।’

সভায় বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা শুধু প্রেস ক্লাবের মধ্যে থাইকেন না। পথে আসেন। পথে আসলে আমরাও আপনাদের সঙ্গে থাকব। আপনাদের সঙ্গে নিয়েই দেশে গণতন্ত্র আনব। কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র নয়।

‘জিয়াউর রহমানকে গালি দিলে আপনারা কষ্ট পান। কিন্তু আপনারা তো জিয়াউর রহমানের কথা শুনেন না। বিএনপির গঠনতন্ত্র আপনারা আরেকবার পইড়েন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে আগামী নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচনসংক্রান্ত গণতন্ত্রের বিষয়টা আবার সামনে চলে আসবে। বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, কাজেই বিএনপিকে এখন জিয়াউর রহমানের কবরে ঢুকিয়ে দিতে হবে।

‘জিয়াউর রহমান গুলি ছুড়েছিলেন কি না, এইটাই এখন বিএনপির বিষয় হয়ে দাঁড়াবে। এই রকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের কবরে বা উনি গুলি ছুড়েছেন কি না এই তর্কের মধ্যে প্রবেশ করবেন না। আপনারা সামনের দিকে তাকান। সামনের নির্বাচনে যাতে কেউ ভোট চুরি করতে না পারে তার প্রস্তুতি নেন। সরকারের ষড়যন্ত্রে পা দিয়েন না।’

সভায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ‘একজন সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক দুর্বৃত্তরা বলছে, জিয়াউর রহমান নাকি মুক্তিযুদ্ধই করেনি। আবার একদল বঙ্গবন্ধুকে খাটো করে কথা বলছে। এটা কোন ধরনের রাজনীতি।

‘দেশে অসুস্থ রাজনীতি চলছে। তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকদের বলব, অর্বাচীন ও রাজনীতির দুর্বৃত্তদের ছুড়ে ফেলে ১৯৭১ সালের প্রকৃত মুক্তিযুদ্ধ নিয়ে এ দেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।’

এ বিভাগের আরো খবর