চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
উপজেলার হঠাৎপাড়া গ্রামের রেললাইনে বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিক উদ্দিন।
মৃত মাদ্রাসাছাত্রের নাম গনি ইয়ামিন। ১৪ বছরের গনি দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আশরাফুল আলমের ছেলে এবং উপজেলার হঠাৎপাড়া আনোয়ারপুর দাখিল মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে সাইকেলে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎপাড়ায় রেললাইন পার হচ্ছিল মাদ্রাসাছাত্র গনি। এ সময় চুয়াডাঙ্গাগামী একটি ট্রেনে কাটা পড়ে সে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় গনির বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
এসআই রফিক উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।